লোকসভায় রাজ্যে শূন্য হাত বামেদের, কংগ্রেসের ২, তবে কি ২০২১-এ বিধানসভায় শুধুই লড়াই তৃণমূল বিজেপির ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2019 03:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রক্তক্ষরণ অব্যাহত। ১৯-এর লোকসভায় রাজ্যে তলানিতে বাম-কংগ্রেস। শূন্য হাতে ফিরল বামেরা। তবে অক্ষত অধীর-গড় বহরমপুর। জয় এসেছে মালদা দক্ষিণে। এদিনের ফলের পর এবার ২০২১-এ বিধানসভা ভোটে লড়াই কি শুধুই তৃণমূলের সঙ্গে বিজেপির?