হো চি মিন সরণির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2017 10:33 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গভীর রাতে হো চি মিন সরণির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত ২। রাত ২টো ৫৫ মিনিটে গোল্ডেন পার্ক হোটেলের একতলায় রান্নাঘরে আগুন লাগে। প্রাণ বাঁচাতে কয়েকজন আবাসিক জানলা দিয়ে ঝাঁপ দেন। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও। আগুন নেভাতে ভাঙা হয় কাচ। চারতলা থেকে একজনকে, পাঁচতলার স্টাফরুম থেকে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। আবাসিক ও হোটেলকর্মী-সহ বাকি ৩১ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বলে বিপর্যয় মোকাবিলা দলের অভিযোগ।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in