মানসকে ‘রেহাই’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2016 10:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভা ভোটের সময় সবংয়ে খুন হন তৃণমূল কর্মী। মানস ভুঁইয়া-সহ তেইশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মানসের নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই মানস ভুঁইয়ার নামই চার্জশিটে রাখল না পুলিশ। এটা কি দলবদলের পুরস্কার? প্রশ্ন বিরোধীদের।