মহারাষ্ট্রে সংরক্ষণ-আন্দোলনে হিংসা, বাসে আগুন, ট্রেন অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2018 06:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মহারাষ্ট্রে ‘মারাঠা ক্রান্তি মোর্চা’, ‘সকাল মারাঠা সমাজ’-এর ডাকে সংরক্ষণ-আন্দোলনে হিংসা। আহমদনগরে রাজ্য বন দফতরের বাসে আগুন আন্দোলনকারীদের। নাসিকেও বাস ও বেশ কিছু দোকানে ভাঙচুর। মুম্বইয়ের ওয়াগলে, নভি মুম্বইতেও বাস ভাঙচুর। এর জেরে বেশ কয়েকটি ক্রসিংয়ে অবরোধ, মুম্বই জুড়ে যানজট। ঠানেতে আটকান হল ট্রেন, চূড়ান্ত যাত্রী-দুর্ভোগ। মুম্বইয়ের সঙ্গে রায়গড়-পালঘর জেলাতেও আন্দোলনের আঁচ। হিংসার জেরে ঔরঙ্গাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ।