আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভাগ্নেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ মামার বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2018 12:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দূর সম্পর্কের ভাগ্নেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ মামার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার শিমুলপুকুরে। পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযোগ, গতকাল দুপুরে সুরজিত্ বিশ্বাস নামে ওই যুবক ৯ বছরের ভাগ্নেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে ওই যুবক ভাগ্নেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।ভাগ্নের চিত্কারে স্থানীয়রা ছুটে এলে সুরজিত্ পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে ওই বালককে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে বালকের পরিবার। পলাতক অভিযুক্ত।