উত্তর ভারতের ধুলোর ঝড় ধেয়ে আসছে বাংলায়?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2018 05:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
উত্তর ভারতের ধুলোর ঝড় ধেয়ে আসছে বাংলায়? গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দমকা ঝড়ের সতর্কবার্তা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
সকাল থেকে কোচবিহারে শুরু বৃষ্টি। উত্তর-পূর্ব ভারতেও প্রবল ঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, রাজস্থানে মৃত ১৫০। আগামী ২দিন ১৭ রাজ্যে আঁধির সতর্কতা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।
সকাল থেকে কোচবিহারে শুরু বৃষ্টি। উত্তর-পূর্ব ভারতেও প্রবল ঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, রাজস্থানে মৃত ১৫০। আগামী ২দিন ১৭ রাজ্যে আঁধির সতর্কতা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।