‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচার: সলমন খানের বাড়িতে নিতিন গডকড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2018 05:02 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুম্বই: বিজেপির জনসংযোগমূলক ‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচারের অঙ্গ হিসেবে এবার বলিউড অভিনেতা সলমন খানের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। এদিন, সলমন ও তাঁর বাবা সেলিম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নিতিন। গত চার বছরে মোদী সরকারের কৃতিত্ব ও কাজের খতিয়ান উল্লিখিত বই সেলিম খানকে উপহার দেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, বান্দ্রায় সলমনের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে সলমনের বাসভবনে প্রায় ৩০ মিনিট ধরে হয় ওই বৈঠক। বৈঠকের পর নিতিন গডকড়ি টুইট করে জানান, ‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচারের অঙ্গ হিসেবে সেলিম খান ও সলমন খানের সঙ্গে সাক্ষাত করলাম। গত চার বছরে মোদী সরকারের কৃতিত্ব ও উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, বৈঠক নিয়ে প্রকাশ্য মুখ খোলা বা নিজেরা টুইট না করলেও, গডকড়ির টুইটকে ‘লাইক’ করেন সেলিম ও সলমন। প্রসঙ্গত, মোদী সরকারের চার বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে গতমাসে ‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচার শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, প্রায় ৪ হাজার নেতা-কর্মী দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। ২ দিন আগে, এই প্রচারের অঙ্গ হিসেবে অভিনেত্রী মাধূরী দীক্ষিত ও শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।