পঞ্চায়েত মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের নবগ্রাম ও রঘুনাথগঞ্জ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2018 03:22 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের নবগ্রাম ও রঘুনাথগঞ্জ। নবগ্রামে তৃণমূলকর্মীদের সঙ্গে সিপিএম ও কংগ্রেসকর্মীদের সংঘর্ষ। দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টি। আহত উভয়পক্ষের ৮। সকালে মনোনয়ন জমা দিতে যান সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা। অভিযোগ, ব্লক অফিসের সামনে তাঁদের বাধা দেন তৃণমূলকর্মীরা। প্রতিবাদ জানালে, দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে ইটবৃষ্টি। সিপিএম পার্টি অফিস ও বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। রঘুনাথগঞ্জেও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। ব্যাপক বোমাবাজি হয়। গাড়ি ভাঙচুর করা হয়।