পঞ্চায়েত ভোট: নেই কোনও প্রচার, দেওয়াল লিখন, ভোটের ব্যস্ততা বা অশান্তি, পুরুলিয়ার এই গ্রামের বাসিন্দারা জানেনই না ভোটটা কবে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2018 06:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পঞ্চায়েত ভোট: নেই কোনও প্রচার। নেই কোনও দেওয়াল লিখন। নেই ভোটের ব্যস্ততা বা অশান্তিও। গ্রামের বাসিন্দা থেকে উপপ্রধান- কারও জানাই নেই ভোটটা কবে! এ ছবি পুরুলিয়ার অযোধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার।