কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাতে চান, দলের খারাপ ফলের দায় সিপিএমের, জানালেন অনুব্রত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2019 05:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নিজের গড়ে দুই আসন দখলে রাখতে পারলেও তৃণমূলের মাটি হারানোর ছবি স্পষ্ট বীরভূমে। যদিও খারাপ ফলের দায় সিপিএমের উপরেই চাপিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ নয়, বরং কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাতে চান বলে জানালেন তিনি।Party suffers in LS polls, Anubrata puts onus on CPM