কে হবেন দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি ? চলছে ভোটগণনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2017 12:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কে হবেন দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি? এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ না কি, ১৮টি বিরোধী দলের সর্বসম্মত প্রার্থী মীরা কুমার? তা জানা যাবে আজ। সকাল ১১টা থেকে সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। ৪টি টেবিলে ৮ রাউন্ড গণনা হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। প্রথমে সংসদ ভবনে পড়া ভোট গণনা হবে। এরপর বর্ণানুক্রমে ৩২টি রাজ্যের ভোট গণনা। রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট পড়েছে ৯৯ শতাংশ। এবার ভোট দিয়েছেন ৭৬৮ জন সাংসদ। যাঁদের মোট ভোটমূল্য ৫ লক্ষ ৪৩ হাজার ৭৪৪। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতা বিধায়কদের সংখ্যা ৪ হাজার ৮৩। এঁদের মোট ভোটমূল্য ৫ লক্ষ ৪৫ হাজার ৭৬১। সাংসদ ও বিধায়কদের মোট ভোটমূল্য যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১০ লক্ষ ৮৯ হাজার ৫০৫। রাষ্ট্রপতি নির্বাচনে সবথেকে বেশি ভোটমূল্য উত্তরপ্রদেশের। সংখ্যাটা ২০৮। সবথেকে কম ভোটমূল্য সিকিমের। সংখ্যাটা মাত্র ৭। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। ২৫ জুলাই চতুর্দশতম রাষ্ট্রপতির শপথগ্রহণ।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in