কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলিতে বৃষ্টি, কয়েকটি জেলায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2018 04:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা। আজ দুপুর থেকে আগামীকাল রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পাশাপাশি, এই সময়ের মধ্যে পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ। আবহাওয়া দফতর জানিয়েছে, অসম থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।