‘কলকাতায় আসব, বাংলা বলব না, তা-ই কখনও হয়!’ গতবারের দেওয়া কথা রাখলেন শাহরুখ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা: গতবার বলেছিলেন, পরের বার বাংলায় বলবেন। এবার কথা রেখেছেন শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মঞ্চে বাংলায় বক্তৃতা দিলেন কিং খান। শুরুতেই বললেন, ‘কলকাতায় আসব কিন্তু বাংলা বলব না, এ কি কখনও হয়!’ শাহরুখের মুখে বাংলা শুনে হাততালিতে ফেটে পড়ে গোটা অজিটোরিয়াম। ঝলমলে হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। বাংলা ঠিক মতো বলতে পারছেন কিনা বক্তৃতার মধ্যেই জেনে নেন ‘জয়া আন্টি’র কাছ থেকে। প্রিয় শহরের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, ‘আমি আগেও বলেছি, কলকাতা আমার প্রাণের শহর, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমার প্রাণের উত্সব’।
শুক্রবার নেতাজি ইন্ডোরে সাড়ম্বরে শুরু হয় ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। উত্সবের সূচনা করেন অমিতাভ বচ্চন। উদ্বোধন ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল চাঁদের হাট। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল, পরিণীতি চোপড়া।