বীরভূমে জেলাপরিষেদ ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের, ম্যান অফ দ্য ম্যাচ মমতা, মন্তব্য অনুব্রতর, বিরোধীরা সুযোগই পায়নি, পাল্টা দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2018 10:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বীরভূমে জেলাপরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে দখলে এসেছে ১৬টি। ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০টিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এ বিষয়ে জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, পুলিশ বিরোধীদের সাহায্য করেছে, তৃণমূলের ছেলেদের মেরেছে। পুলিশ একশো পেয়েছে আর বিরোধীরা শূন্য। সব বিরোধী দলকে কটাক্ষ করেছেন অনুব্রত।
পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, বিরোধীদের মনোয়নই জমা দিতে দেয়নি তৃণমূল। নির্বাচনই হয়নি। তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রার্থীদের ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে রাখতে হয়েছে।
পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, বিরোধীদের মনোয়নই জমা দিতে দেয়নি তৃণমূল। নির্বাচনই হয়নি। তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রার্থীদের ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে রাখতে হয়েছে।