রোচের বাজি মারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2016 09:00 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
একমাস পরেই শুরু হবে নতুন টেনিস মরসুম৷ তার আগে পুরুষদের টেনিসে মহাতারকারা বিভিন্ন সমস্যায়৷ এই পরিস্থিতিতে রজার ফেডেরারের প্রাক্তন কোচ টনি রোচের বাজি অ্যান্ডি মারে৷ গত মরসুমে এই ব্রিটিশ টেনিস তারকা যে ছন্দে ছিলেন, রচের মতে তিনি অন্যদের থেকে তাই অনেকটাই এগিয়ে৷