ভাঁইফোঁটা নিতে মমতার বাড়িতে শোভন-বৈশাখী, আপত্তির কিছু নেই, মন্তব্য দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2019 06:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে যান শোভন। গতবছর নানা বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভনের। তৃণমূলে থেকেও দীর্ঘদিন ধরে একেবারে নিষ্ক্রিয় ছিলেন। এরপর গত ১৪ই অগাস্ট দিল্লিতে বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তার পর থেকে বিভিন্ন বিষয়ে বিজেপির সঙ্গেও বনিবনা হচ্ছিল না শোভনের। এই প্রেক্ষাপট এবার ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন। এটা নিছক ভাইফোঁটা নয়, তৃণমূলে ফেরার পথ তৈরির চেষ্টা করছেন শোভন, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
যদিও, রাজনৈতিক জল্পনা উড়িয়ে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভাল কথা। অনেক বছর ধরেই যাচ্ছেন। এবছরও গেছেন। ওনাদের সম্পর্ক সেরকমই আছে। সামাজিক একটা অনুষ্ঠান, যাওয়ার মধ্যে নতুনত্বও নেই, খারাপও কিছু নয়। বিভিন্ন পার্টির লোকেদের সঙ্গে আমরাও বিজয়া করি। আমি এতে অবাক হইনি।
যদিও, রাজনৈতিক জল্পনা উড়িয়ে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভাল কথা। অনেক বছর ধরেই যাচ্ছেন। এবছরও গেছেন। ওনাদের সম্পর্ক সেরকমই আছে। সামাজিক একটা অনুষ্ঠান, যাওয়ার মধ্যে নতুনত্বও নেই, খারাপও কিছু নয়। বিভিন্ন পার্টির লোকেদের সঙ্গে আমরাও বিজয়া করি। আমি এতে অবাক হইনি।