২২টি রথ উৎসব কমিটিকে পঁচিশ হাজার টাকা অনুদান আসানসোল পুরসভার, ‘বিভাজনের রাজনীতি’র অভিযোগ বিজেপির
souravp@abpnews.in
Updated at:
03 Jul 2019 04:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামনবমীর পর রথ। রথ উৎসবকে সামনে রেখে ২২টি রথ উৎসব কমিটিকে পঁচিশ হাজার টাকা অনুদান দিল আসানসোল পুরসভা। আজ সকালে মেয়রের অফিসে উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজনৈতিক চাপানউতোরের মধ্যে টাকা পাওয়ায় খুশি আয়োজকরা। গত বছর রামনবমীতেও আসানসোলের বেশ কিছু রামনবমী উদযাপন কমিটিকেও আর্থিক অনুদান দেয় আসানসোল পুরসভা।