নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি-সহ ৩ জনকে তলব সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2019 01:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি-কে তলব। কলকাতা পুরসভার ২ আধিকারিককেও তলব। ২ আধিকারিকের নাম দীনদয়াল সিংহ, প্রিয়জিৎ ঘোষ। নারদকাণ্ডে ৩ জনকে তলব সিবিআইয়ের। প্রত্যক্ষদর্শী হিসেবে তলব ৩ জনকে। ম্যাথ্যুর যাওয়ার দিন ভিআইপি করিডরে ডিউটি ছিল এঁদের। করিডরে সিসিটিভি না থাকায় ৩ জনের কাছ থেকে পাওয়া তথ্যে ভরসা