অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি হাসপাতালে, দেওয়া হচ্ছে বাইপ্যাপ ভেন্টিলেশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2019 12:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি উডল্যান্ডসে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব। রাত সোয়া আটটা নাগাদ ভর্তি হন হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। হাসপাতালে দেখতে গেলেন সস্ত্রীক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এখন কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে গিয়ে পূর্বসূরীকে দেখে বেরিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চিকিৎসকরা বলছেন, উনি উঠে বসেছেন। হাসপাতালের তরফে বলা হয়েছে, ‘গত একঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে চিকিৎসক ফুয়াদ হালিম, এস পান্ডা, এসবি রায়, সোমনাথ মাইতি, কৌশিক চক্রবর্তী। সিওপিডির সমস্যা, এখন অনেকটাই স্থিতিশীল।’ হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেবের সিটি স্ক্যান ও চেস্ট এক্স রে হয়। ইকো কার্ডিওগ্রাফি-সহ একাধিক রক্ত পরীক্ষা হয়। হাসপাতালে যান সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, প্রদীপ ভট্টাচার্য