কাল ভবানীপুরে রাম-কথার আয়োজন প্রত্যাহার মদন মিত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2019 07:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রাম-কথার আয়োজন নিয়ে মদনের ডিগবাজি। ‘কাল ভবানীপুরে নয় রাম-কথার আয়োজন। দলের সঙ্গে কোনও কথা বলার সুযোগ পাইনি। আমি রাম-সীতা-লক্ষ্মণ-হনুমান, সবার কথা বলেছিলাম। জয় শ্রীরামের নামে খুন-হিংসা। এখন রাম-কথা হলে আরও হিংসা-হানাহানি বাড়বে।’ রাম-কথার আয়োজন প্রত্যাহার নিয়ে সাফাই মদন মিত্রের