সন্তান কার? প্রথম দাবিদার বন্ধু, দ্বিতীয়জনই স্বামী, পুলিশের কাছে দাবি মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2019 07:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সদ্যোজাতের বাবা বলে দাবি করে হাজির তিন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের বেসরকারি হাসপাতালে চাঞ্চল্য। গতকাল পুত্রসন্তানের জন্ম দেন এক প্রসূতি। তাঁকে স্বামী বলে দাবি করে হাসপাতালে ভর্তি করেছিলেন এক ব্যক্তি। সন্তান প্রসবের স্ত্রী ও ছেলে তাঁর বলে দাবি করে এরপর আরও দুই ব্যক্তি হাসপাতালে হাজির হন। ধন্দে পড়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন বাবা বলে দাবি করা এক ব্যক্তি। পরে পুলিশ জানিয়েছে, মহিলা দাবি করেন, সম্পর্কে টানাপোড়েন, তাই বন্ধুকে বাবা বলে পরিচয় দেওয়া হয়। দ্বিতীয় দাবিদারই স্বামী। মহিলার দাবি, ‘স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ, জানি না কে কী করেছে।’ পুলিশের দাবি, তৃতীয় দাবিদার নিয়ে কোনও খোঁজ মেলেনি।