৪৮ ঘণ্টার মধ্যে ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী খুনের কিনারা, ছিট্ কাপড়ের সূত্র ধরে আততায়ীর সন্ধান পেল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2018 06:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৪৮ ঘণ্টার মধ্যে হাওড়ার ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের কিনারা করল পুলিশ। কিন্তু কীভাবে খুলল রহস্যের জট? রাঘবপুরে পার্থর মুণ্ডহীন দেহাংশ যে বস্তা থেকে উদ্ধার হয়, তার ভিতরে প্রচুর ছিট্ কাপড়ের টুকরো মেলে। সেখান থেকেই মেলে সূত্র। তদন্তে নেমে পুলিশ খোঁজ করতে শুরু করে, ওই এলাকায় কে বা কারা ছিট্ কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। তখনই উঠে আসে শেখ সামসুদ্দিনের নাম। জানা যায়, ওই যুবক ছিট্ কাপড়ের ব্যবসা করে। এরপরই পুলিশ খোঁজ নিতে শুরু করে ওই এলাকায় ঋণের কিস্তির টাকা কারা বাকি রেখেছে। দেখা যায়, ঋণের বেশ কয়েকটি কিস্তির টাকা বাকি রেখেছে সামসুদ্দিন নামে ওই যুবক। এইসমস্ত সূত্র মিলিয়েই শেষপর্যন্ত আততায়ীর সন্ধান পায় পুলিশ।