নেতাইয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
souravp@abpnews.in
Updated at:
13 May 2019 07:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
লালগড়ের নেতাইয়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। অভিযুক্ত বিজেপি। আহতকে দেখতে গ্রাম গিয়ে আক্রান্ত বিনপুর ১ ব্লকের সভাপতি সহ দুজন। ব্লক সভাপতির ওপর চড়াও বিজেপি। ধাক্কাধাক্কিতে ব্লক সভাপতির বাইক পড়ে যায় পায়ের ওপর। পাশের গ্রাম থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। ব্লক সভাপতি সহ আহত দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহত তৃণমূলকর্মী ষষ্ঠী ধীবরের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে হাসপাতালে।