সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জের মধ্যে কাজিয়ার জেরে ক্লাসরুম বন্ধ বালুরঘাটের চককাশী শ্যামসুন্দর হাইস্কুলে, বারান্দায় চলছে পড়াশোনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2019 08:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জের মধ্যে কাজিয়া। তার জেরে মাস দেড়েক ক্লাসরুম বন্ধ বালুরঘাটের চককাশী শ্যামসুন্দর হাইস্কুলে। বারান্দায় চলছে পড়াশোনা। ক্লাসরুমের তালা ভাঙার নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের