ভ্যানিশিং ইঙ্ক দিয়ে অভিনব জালিয়াতি! মছলন্দপুর থেকে মহিলা গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2018 08:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভ্যানিশিং ইঙ্ক দিয়ে অভিনব জালিয়াতি! হাবড়ার সিভিক ভলান্টিয়ারকে প্রতারণার ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের।
অভিযোগকারী সিভিক ভলান্টিয়ার মিঠু পালের দাবি, ঋণ দেওয়ার নাম করে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
তদন্তে নেমে মছলন্দপুর থেকে শুক্রবার বিকেল এক মহিলাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। গরফার প্রতাপগড়ের বাসিন্দা সুদেষ্ণা সেনগুপ্তকে জেরা করে পুলিশ জানতে পারে, ভ্যানিশিং ইঙ্ক ব্যবহার করে জালিয়াতি করা হয়।
কী ভাবে প্রতারণা? পুলিশের দাবি, চাকরি দেওয়ার নাম করে এজেন্ট নিয়োগ করে জালিয়াতি চক্রের পাণ্ডারা। এজেন্টদের প্রশিক্ষণও দেওয়া হয়। সেই এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের চিহ্নিত করা হয়।
কথায় ভুলিয়ে গ্রাহকের কাছ থেকে চেক নিয়ে তা ভ্যানিশিং ইঙ্ক দিয়ে পূরণ করেন এজেন্টরা।
ভ্যানিশিং ইঙ্ক দিয়ে চেকে ১৪৯ টাকা লেখা হয়। কিন্তু, গ্রাহকের সই নেওয়ার সময় পেন বদল করে দেন এজেন্টরা। পরে চেকে ১৪৯ টাকাটা মুছে যায়, তার পরিবর্তে ৩৫ হাজার ৫০০টাকা লিখে দেন প্রতারকা।
তদন্তকারীদের অনুমান, এখানে শুধু গ্রাহকদেরই নয়, প্রতারণা করা হচ্ছে এজেন্টদের সঙ্গেও। চক্রের মাথারা প্রতারণার বিষয়ে জানলেও, এজেন্টরা বেশিরভাগ সময়ে কিছুই জানতে পারেন না। শুধু উত্তর ২৪ পরগনাই নয়, আশপাশের জেলা এবং কলকাতাতেও এই চক্র সক্রিয়। ধৃতকে জেরা করে চক্রের পাণ্ডদের নাগাল পেতে চাইছে হাবড়া থানার তদন্তকারীরা।