গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পাম্প-বিপত্তি: এখনও জল সঙ্কট বেহালা, বজবজ, মহেশতলা, পূজালিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2018 11:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পাম্প-বিপত্তিতে এখনও জল সঙ্কট বেহালা, বজবজ, মহেশতলা, পূজালিতে। স্বাভাবিক করার চেষ্টায় পুরসভার কর্মীরা। পুরোপুরি স্বাভাবিক হতে আরও ২-১দিন সময় লাগবে, জানালেন মেয়র।