উত্তরপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণ, মানসিক অত্যাচারের অভিযোগ, সাংবাদিক বৈঠকেই চুল কাটলেন মহিলা আইনজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2018 01:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
লখনউ: উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও আইনজীবী সতীশ শর্মার বিরুদ্ধে ধর্ষণ ও লাগাতার মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করলেন এক মহিলা আইনজীবী। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, তাঁর আপত্তিকর ভিডিও তুলে তিন বছর ধরে ব্ল্যাকমেল করছেন সতীশ। পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে সবার সামনেই চুল কেটে ফেলেন ওই মহিলা। সাংবাদিক বৈঠকে ওই মহিলা আইনজীবী বলেন, ‘সতীশ শর্মা ইতিমধ্যেই আমার মাথার বেশিরভাগ চুল কেটে ফেলেছেন। বেশি চুল অবশিষ্ট নেই। তিনি বিজেপি-র বড় নেতা। তাই রাজনৈতিকভাবে তাঁকে আড়াল করা হচ্ছে। ধর্ষণের অভিযোগ জানানোয় তিনি আমার পরিবারকে হুমকি দিচ্ছেন। আমি এই ঘটনায় আতঙ্কিত। আমি দলিত ও পিছড়ে বর্গের বলেই এই অত্যাচারের শিকার হতে হচ্ছে।’উত্তরপ্রদেশেরই উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আরও এক বিজেপি নেতার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠল। এ বিষয়ে সতীশের প্রতিক্রিয়া মেলেনি। তবে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি দলের সদস্য নন। তিনি আদালতে কয়েকজন দলীয় নেতার হয়ে মামলা লড়েন।