ছেলের সামনেই চলন্ত অটোয় মহিলার ‘শ্লীলতাহানি’, নেতাজিনগর থানায় নালিশের পরে মহিলাকে ‘হুমকি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2018 05:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নেতাজিনগর থানা এলাকায় ছেলের সামনেই চলন্ত অটোতে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত অটোচালক। গ্রেফতারির প্রতিবাদে সকাল থেকে বন্ধ গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো চলাচল। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ, ছেলের সঙ্গে অটোয় চড়ে বাঁশদ্রোণি থেকে গড়িয়া যাচ্ছিলেন বছর পঞ্চান্নর ওই মহিলা। পায়ে সমস্যার কারণে অটোতে সামনের আসনে বসেছিলেন তিনি। অভিযোগ, চলন্ত অটোতেই চালক গৃহবধূর শ্লীলতাহানি করেন। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি, থানা থেকে বেরনোর পর অটোচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে কয়েকজন যুবক হুমকি দেয়। এমনকি রিকশয় চড়ে বাড়ি ফেরার সময় থানার কাছেই আরও কয়েকজন যুবক রাস্তা আটকে দাঁড়ায় বলেও অভিযোগ। পরে পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন অভিযোগকারিণী ও তাঁর ছেলে। শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার অটো ইউনিয়নের। ধৃত অটো চালকের ২২ তারিখ পর্যন্ত জেল হেফাজত।