আরামবাগে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2018 12:02 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর গ্রামের ঘটনা। যুব তৃণমূল নেতা শেখ সইদুলের দাবি, পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে গতকাল রাতে সইদুলকে লক্ষ্য করে তিন স্থানীয় তৃণমূল নেতা শেখ জাহাঙ্গির, শেখ ওহিদুল ও শেখ কামাল তিনটি গুলি চালায়। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, একটি গুলি সইদুলের বাঁ পায়ে লাগে। গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, গভীর রাতে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্ত তিন তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি।