Bangladesh News: চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রত্যাহার। চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত।
আরও খবর..
ভারত-বিরোধিতার সুর আরও চড়াল ইউনূস সরকার। এবার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের আবেদন জানানো হয়। হাসিনার দেওয়া অনুমতি বাতিল করে দিল ইউনূস সরকার। সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় সিদ্ধান্ত, দাবি ইউনূস সরকার সূত্রের।
কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রত্যাহার। চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত।