Bangladesh News : ওপারে অশান্তি, এপারে প্রতিবাদে বেলদায় ইসকন মন্দিরে গীতা পাঠ, এবং প্রার্থনা।
ABP Ananda LIVE : ওপারে অশান্তি, এপারে প্রতিবাদে বেলদায় ইসকন মন্দিরে গীতা পাঠ, এবং প্রার্থনা।
সংকটে কাটাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মহিলারা। ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ! বাংলাদেশে অত্যাচারের ভয়ে পালিয়ে এল এক নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় জেলায় বসবাসকারী নাবালিকার পরিবার। ইসকনের ভক্ত হওয়ায় পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। বাবা-মা অসুস্থ, তবু প্রাণভয়ে পালাতে হয়েছে নাবালিকাকে। সীমান্ত পেরিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পলাতক নাবালিকা। সীমান্ত পেরিয়ে আসার আগেই বিএসএফের হাতে আটক নাবালিকা। নাবালিকার ভারতীয় আত্মীয়কে ডেকে এনে জিজ্ঞাসাবাদ পুলিশের। জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। আজ নাবালিকাকে আদালতে পেশ করা হবে। 'পরিকল্পনা করে হিন্দুশূন্য করা হচ্ছে বাংলাদেশকে', অভিযোগ কার্তিক মহারাজের।
ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ! বাংলাদেশে অত্যাচারের ভয়ে পালিয়ে এল এক নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় জেলায় বসবাসকারী নাবালিকার পরিবার। ইসকনের ভক্ত হওয়ায় পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। বাবা-মা অসুস্থ, তবু প্রাণভয়ে পালাতে হয়েছে নাবালিকাকে। সীমান্ত পেরিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পলাতক নাবালিকা। সীমান্ত পেরিয়ে আসার আগেই বিএসএফের হাতে আটক নাবালিকা। নাবালিকার ভারতীয় আত্মীয়কে ডেকে এনে জিজ্ঞাসাবাদ পুলিশের। জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। আজ নাবালিকাকে আদালতে পেশ করা হবে।