Bangladesh : অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি ইস্কনের গভর্নিংবডি কমিশনার গৌরাঙ্গ দাসের

Continues below advertisement

অশান্ত বাংলাদেশ। এখনও চলছে ক্রমাগত নিপীড়ন। বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর বেশি অত্যাচার চলছে। ৮ ডিসেম্বর পর্যন্তই ২ হাজারের বেশি আক্রান্ত। বাংলাদেশের প্রশাসনের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানালেন ইস্কনের গভর্নিং বডি কমিশনার।

আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত ১ জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ । ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। এই অ্যাপের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা, খবর সূত্রের। ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram