Bangladesh News : এক মুঠো মাটিও যদি তুলে নিয়ে যায় হাত কেটে রেখে দেব: তহ্বা সিদ্দিকি
ABP Ananda Live: যেকোনও দেশ যদি মনে করে ভারত দখল করবে তাহলে তারা স্বপ্ন দেখছে। এক মুঠো মাটিও যদি তুলে নিয়ে যায় হাত কেটে রেখে দেব। : তহ্বা সিদ্দিকি।
আরও খবর, ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।