Bangladesh News: বাংলাদেশ ইস্যুতে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ ISF-এর

Continues below advertisement

Bangladesh Update: 'এটা কোনওভাবে কাঙ্খিত নয়। বাংলাদেশ অশ্লীলতা হলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অশ্লীলতা হবে এটা আমরা চাই না। ভারত-বাংলাদেশ মৈত্রের দেশ, আমরা সেভাবেই থাকতে চাই। যে পতাকাকে পায়ের নীচে রেখে পদদলিত করছে এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশে বাংলাদেশের পতাকাকে কত সুন্দরভাবে উড়তে দেখি, কেউ তো আমরা বাংলাদেশের হাইকমিশনের পতাকা নিয়ে কোনও প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আবেগের সেরকমই বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ অসম্মান করবে এটা আমরা মেনে নিতে পারব না। সংখ্যাগুরুদের সুরক্ষা করতে হবে সংখ্যালঘুদের', বললেন নওশাদ সিদ্দিকি।

 

দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে দেশদ্রোহের মামলা!বাংলাদেশ জুড়ে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত, কড়া বার্তা দিল্লির। লাগাতার আক্রান্ত হিন্দু-সহ সংখ্যালঘুরা, ফের কড়া বার্তা ভাররতের। ৫ দিন ধরে জেলে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, কবে মুক্তি? প্রশ্ন ইসকনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram