Bangladesh News: 'অন্য দেশ সম্পর্কে কিছু করতে হলে দেশের সরকারই করবে', বাংলাদেশ প্রসঙ্গে বললেন মমতা
Mamata Banerjee: সকালে বিধানসভাতেই বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন। বিকেলে ফের বাংলাদেশ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে যা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করলেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যা সিদ্ধান্ত নেবে, তাতে তাঁর দল তৃণমূলের সমর্থন থাকবে বলেও জানালেন। ধর্মে ধর্মে বিভেদ যে কাম্য নয়, তা জানিয়ে দিলেন মমতা। পাশাপাশি, নাম না করে বিজেপি-কেও একহাত নিলেন। (Mamata Banerjee on Bangladesh)
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সরেন। সেখানে মমতা-সহ I.N.D.I.A জোটের শরিকররা উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "ভারত একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ। অন্য দেশ সম্পর্কে কিছু করতে হলে দেশের সরকারই করবে। আমরা দুঃখিত, মর্মাহত। আগেও অনেক মানুষ মারা গিয়েছেন, এখনও অত্যাচারিত হচ্ছেন। আন্দোলনের সময়ও অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছেন। আজও তার রেশ চলছে।" (Bangladesh Situation)