Bangladesh : বাংলাদেশে লাগাতার হামলা। পেট্রাপোল সীমান্তে মিছিল নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতির
ABP Ananda LIVE : বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর চলছে হামলা। একের পর এক অত্যাচারের ছবি ফুটে আসছে। ভাঙা হচ্ছে মন্দির। চলছে বেমালুম লুঠপাঠ। প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে মিছিলে শামিল নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতি।
কেউ স্বপ্ন দেখছেন চার দিনে কলকাতা দখল করে নেওয়ার ! কেউ আবার ভারতের বিরুদ্ধে দেশের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন ! কিন্তু, যুদ্ধজিগির তোলা সেই বাংলাদেশের কাছেই এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার সীমান্ত। বাংলাদেশ-মায়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। বিদ্রোহ-বিধ্বস্ত প্রতিবেশী মায়ানমারে কোণঠাসা জুন্টা সরকার। বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা বসবাসকারী রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান আর্মি। ফের রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার প্রমাদ গুনছে ইউনূস প্রশাসন।