Bangladesh News: শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও
ABP Ananda LIVE: শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
আরও খবর...
শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ওপারে হিন্দু নিপীড়ন, এপারে নিন্দায় ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন। 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়। ভারত হোক বা বাংলাদেশ, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সংখ্যালঘুদের ওপর হামলা হলে তাঁদের রক্ষা করা সরকারের দায়িত্ব, সরব ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন।