Bangladesh:'এইঘটনা যারা ঘটাচ্ছে তাদের সামাজিক শিক্ষার অভাব আছে',কোন প্রসঙ্গে বললেন সুব্রতভট্টাচার্য?

Continues below advertisement

ABP Ananda LIVE : এই ধরণের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সামাজিক শিক্ষার অভাব আছে, বললেন সুব্রত ভট্টাচার্য।

মুখে সম্প্রীতি, কাজে শুধুই অশান্তি, ফের মন্দিরে তাণ্ডব! বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব, মূর্তি ভাঙচুর। সরিষাবাড়িতে কালী মন্দির ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ। এমনই দাবি বাংলাদেশের সংবাদপত্র 'সমকাল'-এর। 

ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ মালদায়। মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়াদের অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা পাননি তাঁরা। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরূপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক। বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছেই। এরমধ্যে মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি। এক আসামির মাকে থানার মধ্যে বিবস্ত্র করে মারধর অভিযোগে এবার আমডাঙা থানার আইসির বিরুদ্ধে মামলা রুজু হল বারাসাত আদালতে। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে নোটিস জারি করেছেন বিচারক। আদালতের নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram