Bangladesh:বাংলাদেশের নাগরিকরাই মানছেন না BNP নেতার কথা! বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে সরগরম নিউ মার্কেট
ABP Ananda LIVE: ভারতীয় শাড়ি পুড়িয়ে, বাংলাদেশে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP নেতা। কিন্তু তাঁর দেশের নাগরিকরাই মানছেন না তাঁর কথা! বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে এখনও সরগরম নিউ মার্কেট। রিজভিকে আক্রমণ করে তাঁদের সাফ কথা, ''ওঁরা তো তাইল্যান্ড, সিঙ্গাপুরে কেনাকাটা করতে যাবেন, আমরা তো তাইল্যান্ড, সিঙ্গাপুর যাব না! আমরা আসব পার্শ্ববর্তী দেশ ভারতে। কারণ, আমরা ভারতের জিনিস ব্যবহার করে আরাম পাই।''
আরও খবর...
বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানাল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা ভারতের।
ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP-র শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিনতু, তাঁর কথা কানে তুলছেন না তাঁর নিজের দেশের নাগরিকরাই। সোমবারও নিউ মার্কেটে দেখা গেল, চুটিয়ে ভারতের জিনিস কিনছেন বাংলাদেশ থেকে আসা লোকজন। রিজভির মন্তব্য় প্রসঙ্গে তাঁদের সাফ কথা, ওরা কেনাকাটা করতে তাইল্য়ান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই।