Bangladesh News: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মিশনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশ থেকে ইসকনকে উৎখাত করা এবং তাদের ভক্তদের মুছে ফেলার ডাক দিয়েছে কট্টরপন্থী মৌলবাদীরা। ডাক দেওয়া হয়েছে, অস্ত্র হাতে তুলে নেওয়ার। এই আবহে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন।
আরও খবর...
বিচারের দাবিতে ৪ মাস পার, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার প্রথম শুনানি।
এবার মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরি করতে চান তৃণমূলের হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপনে চান মুখ্যমন্ত্রীকে।
বিএনপি নেতাদের কলকাতা দখলের আজব হুমকি, জবাব মমতার। তিনি বলেন, কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব?
ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP-র শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিন্তু, তাঁর কথা কানে তুলছেন না তাঁর নিজের দেশের নাগরিকরাই। সোমবারও নিউ মার্কেটে দেখা গেল, চুটিয়ে ভারতের জিনিস কিনছেন বাংলাদেশ থেকে আসা লোকজন। রিজভির মন্তব্য় প্রসঙ্গে তাঁদের সাফ কথা, "ওঁরা কেনাকাটা করতে তাইল্য়ান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই।"