Abhijit Ganguly: 'এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে?', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিশানায় কোন কবিতা ?

Continues below advertisement

'কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং'। 'এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না'। সরকার সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে'। 'অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, পড়তে চাইবে কোন মনুষ্য সন্তান?'। 'এই বই কিনলে, তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না'। 'এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধে হবে না'। খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। কয়েক বছর আগে একটি গ্রন্থাগারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram