Ilambazar Accident: সাতসকালে বোলপুর-ইলামবাজার রোডে দুর্ঘটনা, ২ জনের মৃত্যু | ABP Ananda LIVE

Continues below advertisement

ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তায়, যাত্রী বোঝাই টোটো ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সকাল সাড়ে ৭টা নাগাদ বোলপুর-ইলামবাজার রোডে দুর্ঘটনা ঘটে। মৃত ২ জনই টোটোর  । মৃত ও আহতরা ইলামবাজারের বেলোড়া গ্রামের বাসিন্দা। পিক আপ ভ্যানের চালককে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram