Recruitment Scam: নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতা
Continues below advertisement
Recruitment Scam: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam:) মামলায় এবার সিবিআই (CBI) স্ক্যানারে উত্তরবঙ্গের (North Bengal) এক প্রভাবশালী নেতা'। চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতির (Gopal Dolopoti) স্ত্রীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে'। 'মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে (Nariman Point) গোপাল ওরফে আরমানের স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে টাকা'। 'তার মধ্যে ৩৯ লক্ষ টাকা জমা পড়ে উত্তরবঙ্গের (North Bengal) এক প্রভাবশালী নেতার পিএ-র অ্যাকাউন্ট থেকে'। গতকাল গোপালের সঙ্গে মুখোমুখি জেরায় দাবি করেন কুন্তল (Kuntal Ghosh), দবি সিবিআই সূত্রের।
Continues below advertisement