Ariadaha Incident: আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধর দুষ্কৃতীদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দুষ্কৃতীর সঙ্গে বচসার জের। আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধর দুষ্কৃতীদের। ধৃত ৬। রাজ্যে জাঁকিয়ে বসছে পেটাই কালচার? এলাকায় স্থানীয়দের বিক্ষোভ।
মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, তৃণমূল কর্মীই গ্রেফতার! নবান্নে মুখ্যমন্ত্রীর সভার লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট। হাওড়ার ২৭, ৩৭ নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করে পোস্ট। ফেসবুক পোস্ট করতেই তৃণমূলকর্মী এরশাদ সুলতানের বিরুদ্ধে অভিযোগ। শিবপুর থানায় অভিযোগ দায়ের মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়ের। কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মী এরশাদ গ্রেফতার। জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে গ্রেফতারের অভিযোগ পরিবারের।
৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল, তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজভবনের। বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল। ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না, চাঞ্চল্যকর দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের তরফে।