Bangladesh MP Murder: 'অসম্ভব ক্রোধ থেকেই এই খুন', মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র

Continues below advertisement

ABP Ananda Live: মুম্বই থেকে কষাই এনে নিউটাউনেই বাংলাদেশের সাংসদকে খুন! নিউটাউনের ফ্ল্যাটেই নারকীয়ভাবে বাংলাদেশের সাংসদকে খুন । 'বাংলাদেশের সাংসদকে খুনের জন্য মুম্বই থেকে আনা হয়েছিল কষাই'। 'খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়াও ছাড়িয়ে নেয় আততায়ীরা'। 'শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা'। 'শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা' । 'দেহের মাংস ছাড়াও টুকরো টুকরো করে কাটা হয়েছিল সমস্ত হাড়' । 'এরপরে মাংস, হাড়ের টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে বেরিয়ে যায় আততায়ীরা'। 'প্লাস্টিক প্যাকেটে মাংস, হাড় ভরে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন এলাকায়'। বনগাঁ থেকে জুবের ওরফে জিহাদ নামে কষাইকে গ্রেফতার করে চাঞ্চল্যকর দাবি সিআইডির: সূত্র। 'খুনের পর প্রমাণ লোপাটে মুম্বই থেকে আনা হয়েছিল খুলনার বাসিন্দা কষাইকে'। 'সাংসদ খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান বাংলাদেশি হলেও মার্কিন নাগরিক'। 'সাংসদকে খুনের জন্য ২ মাস আগে মুম্বই থেকে আনা হয়েছিল কষাইকে'। 'আখতারুজ্জামানের নির্দেশেই আরও ৪ বাংলাদেশিকে সঙ্গী করে সাংসদকে খুন'। আওয়ামি লিগের সাংসদ খুনে হাড়হিম করা স্বীকারোক্তি কষাইয়ের: সিআইডি সূত্র। দেহাংশের খোঁজে ভাঙড়ে তল্লাশি, কিছুই না পেয়ে ফিরতে হল পুলিশকে। কিন্তু কেন এত নৃশংসভাবে ঝিনাইদহের সাংসদকে খুন? এখনও রহস্য। ঢাকা পুলিশের হাতে আরও ৩জন ধরা পড়লেও ফেরার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড।

ডিসক্লেমার : এই খুনের খবর ও বর্ণনা  আপনাকে বিচলিত করতে পারে। দুর্বলচিত্তের মানুষদের না-দেখাই শ্রেয়।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram