Bangladesh News: মুর্শিদাবাদে ঘাঁটি, প্রশিক্ষণ নিয়েছিল বাংলাদেশে ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? মুর্শিদাবাদ থেকে ধৃত একজন বাংলাদেশে গিয়ে জঙ্গি প্রশিক্ষণও নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ গতকাল গুয়াহাটি আদালতে তোলার পর ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ । যার সাহায্যেপাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে এরা যোগাযোগ রাখত । এদের মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে
আরও খবর...
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকালবেলা বোমাবাজি। খবর পেয়ে এলাকায় গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। সামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের গামবাড় গ্রামের ঘটনা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি সামশেরগঞ্জ থানার পুলিশ।
আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত ১ জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ । ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। এই অ্যাপের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা, খবর সূত্রের।