Bangladeshi fake Voters : বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, নাম বদলে ভারতের ভোটার !
ABP Ananda LIVE : বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, নাম বদলে ভারতের ভোটার। উঃ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে মিলল বাংলাদেশি ভোটার। SIR ঘোষণার ঠিক আগেই বাংলাদেশি ভোটারের হদিশ। 'প্রায় ৩০জন বাংলাদেশির হাতে ভারতীয় ভোটার কার্ড', হিঙ্গলগঞ্জে সালাম গাজির নামে ভারতীয় ভোটার কার্ডের অভিযোগ। '৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন সালাম গাজি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতেরও ভোটার কিনা জানা নেই', বাংলাদেশি ভোটার-বিতর্কে দাবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের।
আরও খবর...
২০০২-এর ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই, সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব
২০০২-এর ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই, সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব। নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে এমন অভিযোগে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের ৭৫ নম্বর বুথের BLO মিলন রায়। মিলনবাবু ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০০২-এর ভোটার লিস্টে ৭৫ নম্বর বুথে ৫৫৭ জনের নাম ছিল। ২০২৫-এ ওই বুথে ভোটারের সংখ্যা বেড়ে ১ হাজার ১৬। বেড়েছে ভোটার, ঢুকেছে BLO-র দায়িত্বপ্রাপ্ত মিলন রায়ের পরিবারের নাম। এই ব্লকে অনেকেরই ২০০২-এর ভোটার লিস্টে নাম নেই, দাবি মিলন রায়ে। BDO-কে জানানো হয়েছে, তিনি কর্ণপাত করেননি, দাবি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত প্রধানের। মিলন রায় বিজেপি করেন, দাবি পঞ্চায়েত প্রধানের। মিলন বাবু কত বড় প্রভাবশালী তৃণমূলের নেতা, তা তাঁকে না সরানোই প্রমাণ করছে, দাবি বিজেপি জেলা নেতৃত্বর।


















