Bansdroni: বাঁশদ্রোণীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ব্যবসায়িক রেষারেষি ?।Bangla News
Continues below advertisement
দিনেদুপুরে খাস কলকাতায় চলল গুলি। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। ব্যবসায়ী মলয় দত্তর ডানদিকে বুকের ওপরে কাঁধের নীচে গুলি লাগে। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীর দাবি, সকালে তাঁর অফিসে আসেন প্রোমোটার বিশ্বনাথ সিং। ওই প্রোমোটারের কাছে আগে কাজ করতেন ওই ব্যবসায়ী। অভিযোগ, কেন কাজ ছেড়েছেন এই প্রশ্ন তুলে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই প্রোমোটার। কোনওক্রমে পালিয়ে অফিসের এক সহায়কের সাহায্যে অটোয় চড়ে হাসপাতালে আসেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়িক রেষারেষি নাকি পুরনো শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Shoot ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bansdroni Bangur এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bansdroni Police Station Bansdroni Shoot বাঁশদ্রোণীতে চলল গুলি