Birbhum News: তৃণমূলের শত্রু তৃণমূলই, গোষ্ঠীদ্বন্দ্বে কড়া বার্তা খোদ বীরভূম তৃণমূল সহ সভাপতির
ABP Ananda LIVE : তৃণমূলের শত্রু তৃণমূলই, গোষ্ঠীদ্বন্দ্বে কড়া বার্তা খোদ বীরভূম তৃণমূল সহ সভাপতির। জেলা সহ-সভাপতির বক্তব্যকেই সমর্থন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের। 'বিজেপি, সিপিএম বা কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলের অন্দরেই আছে', মন্তব্য় বীরভূম তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের। সিউড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মন্তব্য় মলয়ের। ছাগলের ৩ নম্বর সন্তান বলে দলের একাংশকে নিশানা অনুব্রত মণ্ডলের। 'ছাগলের তিনটে সন্তান থাকলে খুব মারামারি করে, তৃতীয়টা লাফালাফি করে'। গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে বার্তা অনুব্রত মণ্ডলের।
জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে!
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট!ভোটের লাইনে দাঁড়ানোর আগে, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় চলছে জোর কদমে।এই আবহেই, জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে এল।টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে।অভিযোগ, গত তিনমাসে গ্রামীণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রায় হাজার খানেক জন্ম-মৃত্য়ু শংসাপত্র দেওয়া হয়।অস্বাভাবিক হারে শংসাপত্র দেওয়ায় সন্দেহ তৈরি হয় স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিউল আলম মল্লিকের। তাঁর দাবি, এরপরই বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান তিনি।এই ঘটনায় নাম জড়ায় খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার।যিনি আবার, এলাকারই তৃণমূল নেত্রী পপি সাহার ছেলে!স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই দুজনকে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হয় CPM ও বাম ছাত্র সংগঠন DYFI এরপরই হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে FIR করে স্বাস্থ্য দফতর।



















