Sukanta Majumdar: লোকসভার আসন সংখ্যা ১৮ থেকে ১২ হলেও ভোটবৃদ্ধির সাফাই সুকান্তর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভার আসন সংখ্যা ১৮ থেকে ১২ হলেও ভোটবৃদ্ধির সাফাই সুকান্তর। '২৪-এ হেরে '২৬-এর টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। '২০২১-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে'। '১২১টি পুরসভার মধ্যে প্রথমবার ৬৯টিতে এগিয়ে বিজেপি'। '৪৯টি বিধানসভায় ১০ হাজারের কম ভোটে পিছিয়ে আছি'। 'এটাই প্রমাণ করছে, বিজেপি এগোচ্ছে'। 'একত্রিত হয়ে লড়াই করতে হবে'। 'আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু যেন মনবিরোধ না হয়'। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের।
কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর কেটে গিয়েছে দু’-দু’টো দিন। এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সায়রুল সর্দার। পুলিশের অনুমান, গত ১৫ বছর ধরে পয়তারহাট গ্রামে যে নকল সোনা ও জাল নোটের কারবার চলছে, তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা ছাকাত ও বোটো। তাদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলত, তার বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এলেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। গতকাল গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সর্দার গ্রেফতার হয়। ধৃতকে জেরা করে প্রতারণা-গ্যাংয়ের পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।